সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবশেষে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) প্রকাশ করল ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের নাম। শনিবার সন্ধ্যায় কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় রয়েছে মোট ১৮০৪ জন প্রার্থীর নাম ও রোল নম্বর। আদালতের নির্দেশ অনুযায়ী, এই প্রার্থীরা আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বরের নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না।
তবে তালিকা প্রকাশের প্রক্রিয়া ঘিরে এ দিন নাটকীয়তা তৈরি হয়। দুপুরে একটি খসড়া তালিকা প্রকাশ্যে এলেও সেটি ওয়েবসাইটে তোলা হয়নি এবং পরে তা প্রত্যাহার করা হয়। পরে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দফতরে গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ও আইনি পরামর্শ নেন। দীর্ঘ আলোচনা শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশিত হয়।
এর আগে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল, কলকাতা হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন এতদিন তালিকা প্রকাশ করা হয়নি। শীর্ষ আদালত স্পষ্ট জানায়, অযোগ্য প্রার্থীদের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে।
তবে প্রকাশিত তালিকায় নবম-দশম বা একাদশ-দ্বাদশ স্তরের জন্য কতজন ‘দাগি’ নিয়োগ পেয়েছিলেন, তা আলাদাভাবে উল্লেখ করা হয়নি। একইসঙ্গে নতুন নিয়োগ প্রক্রিয়ায় কতজন ‘দাগি’ আবেদন করেছিলেন, সে তথ্যও তালিকায় নেই।
তালিকা প্রকাশের পর ক্ষুব্ধ ‘যোগ্য’ প্রার্থীরা জানান, এতদিনের অনিশ্চয়তা এড়ানো যেত যদি আগে নাম প্রকাশ করা হত। তাঁদের প্রতিনিধি সুমন বিশ্বাস বলেন, “এই তালিকা আগে প্রকাশ হলে আমাদের এত কষ্ট পেতে হত না। আমরা আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব।”