শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের চাপে ‘দাগি অযোগ্য’ শিক্ষকদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শনিবার সন্ধ্যায় প্রকাশিত তালিকায় মধ্যরাতে যুক্ত হয় আরও দুই নাম। তাঁদের মধ্যে রয়েছেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগম। তিনি কালীগঞ্জ হাইস্কুলে শিক্ষকতা করতেন। উল্লেখ্য, ২০২২ সালের তালিকাতেও তাঁর নাম উঠে এসেছিল।
এসএসসি-র ওয়েবসাইটে রোল নম্বর ও নাম উল্লেখ করে প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, অযোগ্য ঘোষিত শিক্ষকদের মধ্যে রয়েছেন শাসকদলের বহু প্রভাবশালী নেতা-নেত্রী এবং তাঁদের ঘনিষ্ঠরা। সেই তালিকায় ফের উঠে এসেছে অঙ্কিতা অধিকারীর নামও। প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরি ২০২২ সালে বাতিল করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে সুপ্রিম কোর্টেও তাঁর নিয়োগকে ‘সন্দেহজনক’ বলে মন্তব্য করা হয়েছিল।
তালিকা প্রকাশে এখানেই শেষ নয়। অযোগ্য শিক্ষকদের মধ্যে রয়েছেন পিংলার জলচক পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি অজয় মাঝি, তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ এবং প্রিয়াঙ্কা মণ্ডলও।
প্রসঙ্গত, তালিকা প্রকাশের প্রক্রিয়া ঘিরে শনিবার দিনভর নাটকীয়তা তৈরি হয়। দুপুরে একটি খসড়া তালিকা প্রকাশ্যে এলেও সেটি ওয়েবসাইটে তোলা হয়নি এবং পরে তা প্রত্যাহার করা হয়। পরে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দফতরে গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ও আইনি পরামর্শ নেন। দীর্ঘ আলোচনা শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশিত হয়।