সারা বাংলা আতস বাজি উন্নয়ন সমিতির উদ্যোগে দমকল, পলিউশন কন্ট্রোল বোর্ড ও পুলিশ ২০২৫ সালের বাজি মেলার আতস বাজি পরীক্ষায় বুধবার। ছবি: রাজীব বসু
কোলফিল্ড টাইমস: কালীপুজো ও দীপাবলিতে এবারও শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি মিলল। তবে নির্দিষ্ট সময়ের মধ্যেই তা করতে হবে—স্পষ্ট জানিয়ে দিল কলকাতা পুলিশ। লালবাজারের নির্দেশ অনুযায়ী, আগামী ২০ অক্টোবর কালীপুজো ও দীপাবলির রাতে রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সবুজ বাজি পোড়ানো যাবে। এই সময়ের বাইরে বাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ।
একই নিয়ম প্রযোজ্য থাকবে ছটপুজোর ক্ষেত্রেও। পুলিশ জানিয়েছে, ২৮ অক্টোবর, ছটপুজোর দিনে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সবুজ বাজি পোড়ানো যাবে।
লালবাজারের তরফে জানানো হয়েছে, সময়সীমা ও নিয়ম ভঙ্গ করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট, কলকাতা হাই কোর্ট ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা মেনে পদক্ষেপ করতে।
সম্প্রতি কলকাতা হাই কোর্টে অবৈধ বাজি তৈরির ও বিক্রির বিষয়ে রাজ্য প্রশাসনকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। আদালত এ বিষয়ে রিপোর্টও চেয়েছে। রাজ্যের আইনজীবী জানিয়েছেন, ২৩ সেপ্টেম্বর মুখ্যসচিব মনোজ পন্থ রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেছিলেন অবৈধ বাজি রোধে কৌশল তৈরির জন্য।
পুলিশ সূত্রে খবর, চলতি সপ্তাহের শুরুতে লালবাজারেও বৈঠক হয়। সেখানে জোর দেওয়া হয়েছে নিষিদ্ধ শব্দবাজি রুখতে কঠোর নজরদারির উপর। প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে নিজ নিজ এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা নিতে।
পরিবেশ দূষণ ও শব্দদূষণ রোধে এবারের উৎসব মরসুমে লালবাজারের তৎপরতা যে আরও কড়া হতে চলেছে, তারই ইঙ্গিত মিলছে প্রশাসনের এই প্রস্তুতি থেকে।










