Home / খবর / রাজ্য / পড়ুয়াদের জন্য একগুচ্ছ নিয়ম চালু সোনারপুর কলেজে

পড়ুয়াদের জন্য একগুচ্ছ নিয়ম চালু সোনারপুর কলেজে

sonarpur

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সোনারপুর : এবার পড়ুয়াদের জন্য একগুচ্ছ নিয়ম চালু করলো সোনারপুর কলেজ কর্তৃপক্ষ। কলেজ শেষ হওয়ার পর আর থাকা যাবে না ক্যাম্পাসে। শৃঙ্খলা বজায় রাখতে হবে সবাইকে। কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এমন কোনও কাজ করা যাবে না।এরকম একাধিক নিয়ম সহ পড়ুয়াদের জন্য কী করণীয় এবং কী করণীয় নয়, সেই সংক্রান্ত নির্দেশনামা আনলো সোনারপুর মহাবিদ্যালয়। ইতিমধ্যে সেটা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তোলা হয়েছে।

কলেজের ইউনিয়ন রুমে তৃণমূলের এক যুবনেতাকে মাসাজ দিচ্ছেন এক ছাত্রী,এমন ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে কলেজ কর্তৃপক্ষ। এরপর গভর্নিং বডির বৈঠকে কলেজে শৃঙ্খলা ফেরাতে কী করতে হবে, সেই নিয়ে আলোচনা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিংশুক চৌধুরী অধ্যাপকদের নিয়ে একটি বৈঠক করে পড়ুয়াদের জন্য একটি ক্যাম্পাস বিধি তৈরি করেন। এছাড়া নিরাপত্তার খাতিরে কলেজ ক্যাম্পাস মুড়ে ফেলা হয় সিসি ক্যামেরায়। বহিরাগতদের অবাধ যাতায়াত বন্ধ করা থেকে পড়ুয়াদের কাউন্সেলিং করানোর মতো নানা উদ্যোগ গ্রহণ করেছে কলেজ কর্তৃপক্ষ।গত সপ্তাহে অধ্যাপকদের সঙ্গে অধ্যক্ষের এই বিষয়ে বৈঠকটি হয়েছিল। এমনিতে কলেজে চার, পাঁচটি সিসি ক্যামেরা ছিল। কিন্তু সেগুলি সেভাবে সচল ছিল না বলে জানা গিয়েছে। এবারে গোটা কলেজের আনাচে-কানাচে নজরদারির আওতায় আনতে বসানো হলো ৩৩টি সিসি ক্যামেরা।

পড়ুয়া ও কলেজের স্টাফ বাদে কেউ কলেজে ঢুকতে চাইলে এবার থেকে তাঁকে রেজিস্টার খাতায় নাম লিখতে হবে বলে ঠিক হয়েছে। এতদিন কলেজের দু’টি গেট দিয়েই যাতায়াত করা যেত। এখন স্রেফ সামনের মূল প্রবেশদ্বার দিয়ে ঢোকা ও বেরনো যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কিংশুকবাবু এও বলেন, কলেজে নিরাপত্তার কোনও ফাঁক রাখা হবে না। তার জন্য যা করণীয়, সেটাই করা হয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *