Home / খবর / রাজ্য / আজ থেকেই চালু ‘শ্রমশ্রী পোর্টাল’, পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তায় বড় পদক্ষেপ রাজ্যের

আজ থেকেই চালু ‘শ্রমশ্রী পোর্টাল’, পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তায় বড় পদক্ষেপ রাজ্যের

Migrant workers

রাজ্যে ফিরেছেন বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক। বিজেপিশাসিত একাধিক রাজ্যে অত্যাচার ও হয়রানির শিকার হয়ে কর্মস্থল ছেড়ে তাঁদের বাড়ি ফিরতে হয়েছে বলে অভিযোগ। সেই শ্রমিকদের পাশে দাঁড়াতে সোমবার, ১ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ‘শ্রমশ্রী পোর্টাল’। নবান্নে সাংবাদিক বৈঠকে এ খবর ঘোষণা করলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক।

মন্ত্রী জানান, ২১ আগস্ট থেকে অফলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছিল। ইতিমধ্যেই ২০ হাজারের বেশি আবেদন নথিভুক্ত হয়েছে। এবার থেকে শ্রমশ্রী পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে এবং সহজেই জানা যাবে তার অগ্রগতি। যাঁরা অফলাইনে আবেদন করেছেন, তাঁদেরও সুবিধা পাবেন বলে আশ্বস্ত করেছেন শ্রমমন্ত্রী।

‘শ্রমশ্রী প্রকল্প’-এর সুবিধা:

  • এক বছর ধরে কাজ না পাওয়া পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেবে রাজ্য।
  • শ্রমিকদের তথ্যভান্ডার তৈরি হবে, যা ভবিষ্যতে পরিচয়পত্র, স্বাস্থ্যসুরক্ষা, বিমা, শিক্ষা ও কল্যাণমূলক প্রকল্পে সাহায্য করবে।
  • প্রতিটি ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরে সচেতনতা শিবির করা হবে, যাতে শ্রমিকরা দ্রুত নাম নথিভুক্ত করতে পারেন।

শ্রমমন্ত্রীর অভিযোগ, অসম, মহারাষ্ট্র, ওড়িশা, হরিয়ানা, রাজস্থানের মতো বিজেপিশাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। তাঁদের পুলিশি হয়রানি, ডিটেনশন ক্যাম্পে পাঠানো, এমনকি পুশব্যাকের ঘটনাও ঘটছে। এসবের জেরেই হাজার হাজার শ্রমিককে কর্মস্থল ছেড়ে ফিরতে হয়েছে বলে দাবি করেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, বিজেপিশাসিত রাজ্যগুলিতে শ্রমিকদের উপর নির্যাতনের ঘটনাকে সামনে রেখেই এই প্রকল্প চালু করল তৃণমূল সরকার। এর মাধ্যমে রাজ্য একদিকে যেমন শ্রমিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করছে, অন্যদিকে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক বার্তাও দিচ্ছে।

সব মিলিয়ে, ‘শ্রমশ্রী পোর্টাল’ চালুর মধ্য দিয়ে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য বড় পদক্ষেপ কার্যকর করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শ্রম দফতরের আশা, আগামী দিনে লক্ষাধিক শ্রমিক এই প্রকল্পের আওতায় আসবেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *