Home / খবর / রাজ্য / রাষ্ট্রপতির বার্তা পেল আরজি করে নির্যাতিতার পরিবার, ক্ষোভ ও আশায় মিশ্র প্রতিক্রিয়া

রাষ্ট্রপতির বার্তা পেল আরজি করে নির্যাতিতার পরিবার, ক্ষোভ ও আশায় মিশ্র প্রতিক্রিয়া

screenshot 20250815 064656~2

একটানা আন্দোলনের মধ্যেই নবান্ন অভিযানে পুলিশের বেধড়ক মারধরের অভিযোগ তুলেছিলেন আরজি করে নির্যাতিতার মা-বাবা। তবু লড়াইয়ের পথ থেকে সরে আসেননি তাঁরা। এরই মধ্যে ফের রাত দখলের কর্মসূচি পালন করলেন আন্দোলনকারীরা। এমন পরিস্থিতিতেই বৃহস্পতিবার এল রাষ্ট্রপতির ই-মেল ও পাশে থাকার আশ্বাস।

নিহত তরুণী চিকিৎসকের বাবা বলেন, “আজ রাষ্ট্রপতির কাছ থেকে ভাল খবর পেয়েছি। উনি জানিয়েছেন, তাঁর আপ্ত সহায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং সমস্যাগুলি সমাধানের চেষ্টা করবেন। এতে কিছুটা আশা জাগছে।”

তবে আরজি করে নির্যাতিতার মা তেমন আশাবাদী নন। ক্ষোভের সুরে বলেন, “একটুও ভরসা পাইনি। এতদিনে আমার মেয়ে এমডি হয়ে যেত, গোল্ড মেডেল পেত, বিয়ে হত—একটা সুন্দর জীবন পেত। কেন সেই জীবনটা নষ্ট হল? এর জবাব কে দেবে?” এরপরই তিনি প্রশ্ন তোলেন, “১৫ অগস্টে পতাকা উঠবে, কিন্তু মেয়েরা কি স্বাধীন? স্বাধীন হলে আমাকে রাস্তায় থাকতে হত না। যেদিন দুর্নীতি উপড়ে ফেলতে পারব, যেদিন মেয়েরা কর্মস্থলে সুরক্ষিত থাকবে, সেদিনই বলব আমরা স্বাধীন।”

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *