আরজি কর হাসপাতাল-কাণ্ডের একটি মামলা আর শুনবেন না কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার তিনি জানান, ইতিমধ্যেই এই ঘটনায় রায় চ্যালেঞ্জ করে দু’টি মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। তাই সংশ্লিষ্ট মামলাটিও সেখানেই শুনানি হওয়া উচিত।
এ দিন বিচারপতি ঘোষ নির্দেশ দেন, মামলার নথি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠাতে হবে। প্রধান বিচারপতি পরবর্তী পদক্ষেপ স্থির করবেন।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তে ত্রুটির অভিযোগ তুলে নির্যাতিতার পরিবার পৃথকভাবে হাই কোর্টে মামলা করেছিল। এত দিন সেই মামলাটি বিচারপতি ঘোষের এজলাসে চলছিল। তবে এখন সেটি ডিভিশন বেঞ্চে স্থানান্তর হওয়ার সম্ভাবনা প্রবল।
আইনজীবীদের একাংশ মনে করছেন, বিচারপতি বসাকের বেঞ্চেই তিনটি মামলা একসঙ্গে শুনানি হতে পারে।