Home / খবর / রাজ্য / পাতালপথে জুড়েছে ধর্মতলা থেকে শিয়ালদহ, দুর্ভোগ কাটছে না দুর্গাপিতুরি লেনের

পাতালপথে জুড়েছে ধর্মতলা থেকে শিয়ালদহ, দুর্ভোগ কাটছে না দুর্গাপিতুরি লেনের

কোলফিল্ড টাইমস: একদিকে ধর্মতলা থেকে শিয়ালদহের পাতাল মেট্রোর দৌলতে শহরবাসীর যাতায়াত সহজ হয়েছে। অন্যদিকে, তারই আঘাতে কাঁপছে দুর্গাপিতুরি লেনের বাড়িঘর। প্রতিদিন মেট্রো ছুটলেই থরথর করে কেঁপে ওঠে রাস্তার ওপরে থাকা ঘরবাড়ি। আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

আনন্দবাজার ডট কম-এর খবর অনুযায়ী, লেনের অধিকাংশ বাড়ির দেওয়াল, মেঝে, সিঁড়ি থেকে সিলিং পর্যন্ত ফাটল ধরেছে। কোথাও মেরামত করা হলেও বাসিন্দাদের অভিযোগ, দায়সারা কাজ হয়েছে। ফলে সমস্যা আরও প্রকট হচ্ছে। অনেক ক্ষেত্রে সাহায্যের আবেদন জানিয়েও সাড়া মেলেনি বলে দাবি স্থানীয়দের। অভিযোগ উঠেছে, অদক্ষ রাজমিস্ত্রিদের কাজে লাগানো হয়েছিল।

বর্তমানে ১/৪ দুর্গাপিতুরি লেনের ১২টি পরিবার মাথা গুঁজে রয়েছেন বিপজ্জনক ঘরে। আশেপাশের দোকানদাররাও ভোগান্তিতে। তাঁদের কথায়, সারাক্ষণ যেন ভূমিকম্প হচ্ছে। ভরা বর্ষায় পরিস্থিতি আরও খারাপ—অসংখ্য বাড়ির ছাদ ফেটে জল পড়ছে, দেওয়াল বেয়ে গড়াচ্ছে জল। মেট্রো কর্তৃপক্ষ পিচের আস্তরণ ও নতুন ছাউনি দিলেও ফাটল ও ফেঁপে ওঠা জায়গা থেকে জল চুঁইয়ে পড়া বন্ধ হয়নি।

দুর্গাপিতুরি লেন এবং সংলগ্ন এলাকায় মোট ১৭০টি বাড়ির মধ্যে অন্তত ১৭–১৮টি বাড়ি ভেঙে ফেলা হয়েছে। সেখানকার বাসিন্দারা ঘরছাড়া। পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হলেও ৪০০-র বেশি মানুষ এখনও ক্ষয়ক্ষতির পূর্ণ হিসেব পাননি বলে অভিযোগ।

ছবি ও তথ্য: আনন্দবাজার ডট কম

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *