Home / খবর / রাজ্য / পুজোয় প্যান্ডেল হপিংয়ে স্বস্তি, সপ্তমী থেকে নবমী পর্যন্ত রাতভর মেট্রো পরিষেবা কলকাতায়

পুজোয় প্যান্ডেল হপিংয়ে স্বস্তি, সপ্তমী থেকে নবমী পর্যন্ত রাতভর মেট্রো পরিষেবা কলকাতায়

দুর্গাপুজোয় কলকাতায় ঠাকুর দেখার বড় ভরসা মেট্রো। তাই দর্শনার্থীদের সুবিধার জন্য বিশেষ পদক্ষেপ নিলেন কর্তৃপক্ষ। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে ব্লু ও গ্রিন লাইনে রাতভর চলবে মেট্রো। এছাড়া ব্লু, গ্রিন, পার্পল এবং ইয়েলো লাইনে সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন।

ব্লু লাইন পরিষেবা
🔹 পঞ্চমী (২৭ সেপ্টেম্বর): সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ২৬২টি মেট্রো।
🔹 ষষ্ঠী (২৮ সেপ্টেম্বর): সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিষেবা।
🔹 সপ্তমী, অষ্টমী, নবমী (২৯, ৩০ সেপ্টেম্বর, ১ অক্টোবর): দুপুর ১টা থেকে টানা ভোর ৪টে পর্যন্ত মেট্রো চলবে।
🔹 দশমী (২ অক্টোবর): দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিষেবা।

গ্রিন লাইন পরিষেবা
🔹 পঞ্চমী: প্রথম মেট্রো সকাল সাড়ে ৭টায়, শেষ মেট্রো রাত ১১টা।
🔹 ষষ্ঠী: প্রথম মেট্রো সকাল ৯টা, শেষ মেট্রো রাত সাড়ে ১১টা।
🔹 সপ্তমী, অষ্টমী, নবমী: দুপুর ১টা ৩০ থেকে ভোর ৪টা পর্যন্ত পরিষেবা।
🔹 দশমী: দুপুর ১টা ৩০ থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেট্রো চলবে।

অরেঞ্জ লাইন: ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তমী থেকে নবমী পর্যন্ত ব্যস্ত সময়ে ৬-৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। ফলে প্যান্ডেল হপিং হবে আরও সহজ।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *