আজ সকাল থেকে ফের রোদ উঠেছে কলকাতায়। তবে দুপুরের দিকে দৈনন্দিন মতোই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
নতুন একটি স্পেলের প্রভাবে খুব হালকা বৃষ্টি হচ্ছে কিছু এলাকায়, যা ঘণ্টাখানেকের মধ্যেই থেমে গিয়ে আকাশ পরিষ্কার হতে শুরু করবে বলে পূর্বাভাস।
চলতি বর্ষা বিদায়ের লক্ষণের কারণে বজ্রপাত-সহ বৃষ্টির সতর্কতা বহাল থাকছে শুধুমাত্র কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পূর্বাঞ্চলের জন্য। এই সতর্কতা কার্যকর থাকবে রবিবার পর্যন্ত।
এর বাইরে অন্য কোনও জেলায় আর ঝড়বৃষ্টির এলার্ট নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, বেলা বাড়লে উল্লিখিত জেলাগুলিতে স্থানীয়ভাবে বজ্রঝড়ের মেঘ তৈরি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে আবহাওয়া থাকবে মূলত শুকনো ও পরিষ্কার।