শুক্রবার ফের নতুন মেজাজে মহানগরের মেট্রো। নির্ধারিত সময় মতো এদিন কলকাতা মেট্রোর একটি নতুন রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, পুরনো রুটের গুরুত্বপূর্ণ সম্প্রসারণও শহরের যাত্রীদের জন্য বড় উপহার হয়ে এল।
ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া-বারাসত রুটের নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত ৬.৭৭ কিমি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হল। গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত নিরবচ্ছিন্ন মেট্রো চলাচলের জন্য এসপ্ল্যানেড-শিয়ালদহের ২.৪৫ কিমি অংশ যুক্ত করা হয়েছে। পাশাপাশি অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া-বিমানবন্দর রুটের রুবি মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত ৪.৪ কিমি মেট্রোপথের উদ্বোধনও হয়ে গেল এদিন।
নতুন এই পরিষেবায় হাওড়া থেকে মাত্র ১১ মিনিটে পৌঁছে যাওয়া সম্ভব শিয়ালদহে এবং মাত্র আধ ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভে। ইএম বাইপাসের যানজট এড়াতেও বড় ভূমিকা নেবে অরেঞ্জ লাইনের সম্প্রসারিত রুট। একইসঙ্গে বিমানবন্দরের সঙ্গে সংযোগ অনেকটাই সহজ হয়ে যাবে ইয়েলো লাইন চালু হওয়ার পরে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকেই হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ রুটে বাণিজ্যিক পরিষেবা শুরু হচ্ছে। তবে ইয়েলো এবং অরেঞ্জ লাইনের মেট্রো সোমবার, ২৫ অগস্ট থেকে যাত্রী পরিবহন শুরু করবে। কলকাতা মেট্রোর বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১৯ মিনিটে। কবি সুভাষ-বেলেঘাটা লাইনে প্রথম মেট্রো সকাল ৮টায় এবং শেষ মেট্রো রাত ৮টা ২৮ মিনিটে মিলবে। নোয়াপাড়া-বিমানবন্দর রুটে প্রথম মেট্রো মিলবে সকাল ৭টা ৫৮ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ১০ মিনিটে। তবে অরেঞ্জ এবং ইয়েলো লাইনে শনিবার ও রবিবার ট্রেন চলাচল বন্ধ থাকবে।
একনজরে ভাড়া
- হাওড়া ময়দান–সেক্টর ফাইভ: ৩০ টাকা
- হাওড়া ময়দান–করুণাময়ী: ৩০ টাকা
- হাওড়া ময়দান–সেন্ট্রাল পার্ক: ৩০ টাকা
- হাওড়া ময়দান–সিটি সেন্টার: ৩০ টাকা
- হাওড়া ময়দান–বেঙ্গল কেমিক্যাল: ৩০ টাকা
- হাওড়া ময়দান–সল্টলেক স্টেডিয়াম: ২০ টাকা
- হাওড়া ময়দান–ফুলবাগান: ২০ টাকা
- হাওড়া ময়দান–শিয়ালদহ: ২০ টাকা