সিঙ্গুর–নন্দীগ্রামের আন্দোলনকে তৎকালীন বাম শাসনের পতনের ক্ষেত্রে মাইলফলক হিসেবে স্মরণ করে নন্দীগ্রাম দিবসে তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়েন তিনি বলেন, “বাংলার মানুষ সিপিএমকে শিক্ষা দিয়েছিল—আগামীদিনে বিজেপির ঔদ্ধত্যও একইভাবে ভাঙা হবে। মানুষ তাদের জবাব দেবে ব্যালট বক্সে।”
২০০৭ সালের ১০ নভেম্বরের অপারেশন সূর্যোদয়ের স্মরণে এই দিনের নানা কর্মসূচি হয়। তৃণমূল ও বিজেপি—দু’পক্ষই নিজেদের বিরুদ্ধে যায়নি; তৃণমূল দিবসটি শহিদ স্মরণে পালন করে, অপরদিকে বিরোধী নেতৃত্বেও নন্দীগ্রাম স্মরণে আয়োজন করা হয়। এ বছরও দুই শিবিরেই স্মরণসভা ছিল।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “২০০৭ সালের এইদিনে সিপিএমের বর্বরোচিত অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিল। নিজেদের অধিকার কীভাবে ছিনিয়ে নিতে হয়, তা বুঝিয়ে দিয়েছিলেন। বামেরা এই শিক্ষা কোনওদিন ভুলতে পারবে না। বিজেপিরও দর্প চূর্ণ হবে এভাবেই।’ SIR আবহে অভিষেকের স্পষ্ট হুঁশিয়ারি, ‘এসব করে বাংলার মানুষের মাথা নত করা যাবে না। তোমাদের ঔদ্ধত্য, জমিদারি মানসিকতার জবাব মিলবে ব্যালট বক্সে।’
গত কয়েক দিন ধরে ভোটার তালিকা সংশোধন (এসআইআর)কে ঘিরে রাজ্য রাজনীতি উত্তপ্ত থাকার প্রেক্ষিতে অভিষেকের হুশিয়ারি, “এসব করে বাংলার মানুষের মাথা নত করা যাবে না। তোমাদের ঔদ্ধত্য, জমিদারি মনের জবাব মিলবে ব্যালট বক্সে।”
অন্যদিকে, নন্দীগ্রাম দিবসে এক্স-এ বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শহিদের প্রতি শ্রদ্ধা জানান। রাজনৈতিক মহলে বলপ্রয়োগ ও গণআন্দোলনের দিনগুলোর স্মৃতি এখনও তাজা—আর সেদিনগুলোর লড়াইকে বারবার স্মরণ করেই রাজ্যের রাজনৈতিক টানাপোড়েন চলছে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নন্দীগ্রামের স্মৃতি সামনে রেখে তৃণমূল নেতৃত্ব আরও একবার বিরোধী শিবিরকে কড়া বার্তা দিলেন।










