Home / খবর / রাজ্য / পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আবেদনের শুনানি শেষ হাই কোর্টে, এ বার কি জেলমুক্তি?

পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আবেদনের শুনানি শেষ হাই কোর্টে, এ বার কি জেলমুক্তি?

কোলফিল্ড টাইমস: শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রাথমিক মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আবেদনের শুনানি শেষ হলেও রায় ঘোষণা স্থগিত রেখেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। সোমবার ছিল এই মামলার শুনানি। জামিন মিললে দীর্ঘ আড়াই বছর পর জেল থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে পার্থর।

২০২২ সালে ইডি প্রথম গ্রেফতার করে পার্থ চট্টোপাধ্যায়কে। তারপর থেকে তিনি জেলেই আছেন। যদিও ইডি এবং সিবিআইয়ের একাধিক মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি। চলতি মাসেই নবম-দশম ও একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ মামলায় বিশেষ সিবিআই আদালত ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দিয়েছে। এখন শুধু প্রাথমিকে নিয়োগ মামলার রায় বাকি।

পার্থর আইনজীবীরা যুক্তি দিয়েছেন, এই মামলায় জামিন পেলে তাঁর মক্কেল মুক্তি পাবেন। তবে সিবিআইয়ের দাবি, নিয়োগ দুর্নীতির মূল মাথা পার্থ চট্টোপাধ্যায়। তিনি প্রভাবশালী হওয়ায় বাইরে এলে তদন্তে প্রভাব ফেলতে পারেন।

ইডি ইতিমধ্যেই পার্থ ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ, সোনাদানা ও সম্পত্তি মিলিয়ে প্রায় ৬০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। অর্পিতা জামিনে মুক্ত হলেও পার্থ এখনও জেলে। এদিকে আদালতে বারবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিন চেয়েছেন তিনি।

প্রাথমিকে নিয়োগ মামলায় গত ডিসেম্বরে সিবিআই চার্জশিট দিয়েছে। সেখানে পার্থ ছাড়াও অয়ন শীল, সন্তু গঙ্গোপাধ্যায়দের নাম রয়েছে। রাজসাক্ষী হয়েছেন পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য। ফলে তাঁর নাম বাদ পড়েছে অভিযুক্তদের তালিকা থেকে। এখন প্রশ্ন, হাই কোর্টে এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জন্য কী সিদ্ধান্ত আসছে, সেদিকেই নজর সব পক্ষের।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *