দিঘায় পর্যটকের ভিড় সামলাতে ফের সুখবর দিল রেল। পাঁশকুড়া-দিঘা-পাঁশকুড়া স্পেশাল লোকাল ট্রেনের মেয়াদ আরও চার সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ০৮১১৭ ও ০৮১১৮ নাম্বারের বিশেষ লোকাল আজ, মঙ্গলবার থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পূর্বনির্ধারিত সময়সূচি মেনেই চলবে।
রেলের ঘোষণা অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টায় পাঁশকুড়া থেকে ছাড়বে ০৮১১৭ আপ ট্রেন, যা দিঘায় পৌঁছবে সকাল ৯টা ২০ মিনিটে। আর ০৮১১৮ ডাউন ট্রেন দিঘা থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে সকাল ১১টা ৫০ মিনিটে পাঁশকুড়ায় পৌঁছবে। যাত্রাপথে তমলুক, নন্দকুমার, নাচিন্দা, কাঁথি, রামনগর-সহ একাধিক স্টেশনে থামবে এই ট্রেন। ফলে দিঘার পাশাপাশি মন্দারমণি ও তাজপুরগামী পর্যটকেরাও উপকৃত হবেন।
পাঁশকুড়া থেকে দিঘা লোকাল ট্রেনের ভাড়া মাত্র ৩০ টাকা। যদিও যাত্রীদের দাবি, এই বিশেষ ট্রেনকে নিয়মিত পরিষেবায় পরিণত করা হোক। তাঁদের মতে, এতে পর্যটকদের পাশাপাশি নিত্যযাত্রীরাও সমানভাবে সুবিধা পাবেন।