Home / খবর / রাজ্য / শিয়ালদহ থেকে এ বার বনগাঁ ও কৃষ্ণনগরে নতুন এসি লোকাল পরিষেবা

শিয়ালদহ থেকে এ বার বনগাঁ ও কৃষ্ণনগরে নতুন এসি লোকাল পরিষেবা

শিয়ালদহ–রানাঘাট রুটে এসি লোকাল চালুর পর থেকেই যাত্রীদের সাড়া মেলেছিল বেশ ভালো। এবার আরও দুটি রুটে যাত্রীরা পাচ্ছেন একই সুবিধা। শিয়ালদহ ভায়া বারাসত হয়ে বনগাঁ–রানাঘাট এবং শিয়ালদহ ভায়া রানাঘাট হয়ে কৃষ্ণনগর পর্যন্ত চালু হচ্ছে নতুন দুটি এসি লোকাল। সোমবার শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা এ খবর জানান।

সম্প্রতি একাধিক মেট্রো রুট চালু হওয়ায় শিয়ালদহ মেন ও নর্থ শাখায় যাত্রীর চাপ বেড়েছে। সেই কথা মাথায় রেখেই আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে এই পদক্ষেপ নিল রেল। আগামী সপ্তাহ থেকেই নতুন ট্রেন দুটির চলাচল শুরু হবে।

সময়সূচি

  • শিয়ালদহ–বারাসত–বনগাঁ–রানাঘাট
    রানাঘাট থেকে সকাল ৭:১১-তে ছাড়বে, বনগাঁ থেকে ৭:৫২-এ মিলবে, শিয়ালদহ পৌঁছবে সকাল ৯:৩৭-এ। ফেরার পথে শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬:১৪-এ ছাড়বে, বনগাঁ থেকে মিলবে রাত ৮:০৪-এ এবং রানাঘাট পৌঁছবে ৮:৪১-এ।
  • শিয়ালদহ–রানাঘাট–কৃষ্ণনগর সিটি জংশন
    শিয়ালদহ থেকে সকাল ৯:৪৮-এ ছাড়বে, কৃষ্ণনগর পৌঁছবে দুপুর ১২:০৭-এ। ফেরার পথে কৃষ্ণনগর থেকে ১:৩০-এ ছাড়বে, শিয়ালদহ পৌঁছবে বিকেল ৩:৪০-এ।

ভাড়া (কিছু প্রধান স্টেশন)

  • শিয়ালদহ–বারাসত: ৬০ টাকা
  • শিয়ালদহ–বনগাঁ: ১২০ টাকা
  • শিয়ালদহ–রানাঘাট: ১৫০ টাকা
  • শিয়ালদহ–কৃষ্ণনগর: ১৪০ টাকা
  • শিয়ালদহ–কল্যাণী: ৯৫ টাকা

এসি লোকালের নতুন পরিষেবা চালুর ফলে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার যাত্রীদের ভ্রমণ আরও সহজ ও আরামদায়ক হবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *