কোলফিল্ড টাইমস: প্রতিশ্রুতির মতোই এগোল রাজ্য সরকার। অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের হাতে পৌঁছে গেল মোবাইল কেনার টাকা। বৃহস্পতিবার তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানোর পাশাপাশি ব্যক্তিগত চিঠি দিয়ে শুভেচ্ছাও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীর অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠানো হয়েছে। এই অর্থের মাধ্যমে তাঁরা নতুন স্মার্টফোন কিনতে পারবেন। মুখ্যমন্ত্রীর চিঠিতে লেখা রয়েছে— “আমাদের এই প্রয়াস আপনাদের প্রতিদিনের কর্মযজ্ঞে নতুন উদ্দীপনা যোগাবে এবং শিশু ও মাতৃকল্যাণে আরও অগ্রগতি আনবে—এই আশা রাখি।” ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
রাজ্যের দাবি, এই পদক্ষেপে ‘শিশু ও মাতৃকল্যাণের পরিষেবা আরও উন্নত হবে’। কর্মীরা সরকারি অ্যাপ ও তথ্য সংগ্রহের কাজ আরও দ্রুত এবং কার্যকরভাবে করতে পারবেন।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট ভাষণে ঘোষণা করেছিলেন— প্রায় ৭০ হাজার আশাকর্মী এবং এক লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য বরাদ্দ করা হয়েছে ২০০ কোটি টাকা। সেই তহবিলের অর্থই বৃহস্পতিবার পৌঁছল তাঁদের অ্যাকাউন্টে।
সরকারের মতে, এই পদক্ষেপে এখন থেকে সরকারি কাজের জন্য ব্যক্তিগত ফোন ব্যবহার করতে হবে না, ফলে কর্মীদের কাজের সুবিধা যেমন বাড়বে, তেমনি সেবা পৌঁছবে আরও দ্রুত সাধারণ মানুষের কাছে।










