মঙ্গলবার দুপুরে ফের বড়সড় বিভ্রাট কলকাতা মেট্রোয়। ব্লু লাইন বা উত্তর-দক্ষিণ মেট্রো (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর) লাইনে থমকে যায় পরিষেবা। দুপুর ৩টে নাগাদ থেকে সেন্ট্রাল স্টেশনের পর ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ভাঙা পথে ট্রেন চলছে।
চাঁদনি চক স্টেশনে গিয়ে দেখা যায়, প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। উপস্থিত কর্মীরা জানান, আপ কিংবা ডাউন — কোনও লাইনেই তখন পরিষেবা নেই। পরে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আপাতত দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল এবং টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্তই মেট্রো পরিষেবা চালু থাকবে।
মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এস. এস. কন্নান জানিয়েছেন, “ময়দানের কাছে লাইনে জল ঢুকে পড়ায় পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”










