ছবি: রাজীব বসু
কিংবদন্তি সঙ্গীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্মৃতিকে সম্মান জানাতে মঙ্গলবার লেকগার্ডেন্সের বাঙ্গুর পার্কে তাঁর আবক্ষ মূর্তি স্থাপন করা হল। পাশাপাশি উদ্বোধন হয় তাঁর নামাঙ্কিত সিনিয়র সিটিজেন স্ট্যান্ড ও একটি নতুন ওয়াকিং ট্র্যাকের।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশীষ কুমার, বিধায়ক দেবব্রত মজুমদার এবং আরও বিশিষ্টজনেরা। স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস জানান, “গীতশ্রীর স্মৃতিকে সম্মান জানাতেই এই উদ্যোগ।”