সাতসকালে শহরে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। বড়বাজারের এজরা স্ট্রিটে একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে আগুন লেগে মুহূর্তে ছড়িয়ে পড়ে পাশের বিল্ডিংয়েও। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা এবং দোকানে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।
শনিবার ভোর ৫টা নাগাদ ১৭ নম্বর এজরা স্ট্রিটে আগুন লাগে। একটি ইলেকট্রিক দোকানের দ্বিতীয় তলে প্রথম আগুন দেখা যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন, পরে দমকলে খবর দেন। প্রথমে ৬টি ইঞ্জিন পৌঁছায়, পরে আরও ইঞ্জিন যোগ করা হয়।
দোকানে প্রচুর বৈদ্যুতিন ও দাহ্য সামগ্রী থাকায় দুমদাম শব্দে বিস্ফোরণ ঘটছে। আগুনের তীব্রতা এতটাই যে পুরো বিল্ডিংটি আগুনের গ্রাসে চলে যায়। দমকলের আশঙ্কা সত্যি করে উল্টোদিকের আরেকটি বিল্ডিংয়েও আগুন ছড়িয়ে পড়ে। একের পর এক তলা আগুনে জ্বলতে দেখা যায়।
ইলেকট্রিক দোকান, এসি ও অন্যান্য বৈদ্যুতিন সরঞ্জাম থাকার কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। গলির দুই দিক থেকে দমকল কর্মীরা জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। কিন্তু ঘিঞ্জি এলাকা ও টিনের ছাদ তেঁতে থাকায় দমকলকর্মীদের এগোতে সমস্যা হচ্ছে।
উল্টোদিকের বিল্ডিংয়ে প্রথমে একটি তলায় আগুন দেখা গেলেও এখন তা ছাদ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। পরপর সিলিন্ডার ফাটার শব্দ শোনা যাচ্ছে, আরও আগুন ছড়ানোর আশঙ্কা রয়েছে। দমকল কর্মীরা পাশের বিল্ডিংয়ের ছাদে ওঠার চেষ্টা করছেন, কিন্তু আগুনের তীব্রতায় কাজ কঠিন হয়ে উঠেছে।
প্রতিবেশী বাড়িগুলিতে অগ্নিসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দমকলকর্মীরা ও স্থানীয় বাসিন্দারা একযোগে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।










