Home / খবর / রাজ্য / ‘টেন্টেড’ শিক্ষকদের জন্য বিকল্প চাকরির ইঙ্গিত দিলেন মমতা

‘টেন্টেড’ শিক্ষকদের জন্য বিকল্প চাকরির ইঙ্গিত দিলেন মমতা

কোলফিল্ড টাইমস: চাকরি হারানো ‘টেন্টেড’ শিক্ষকদের জন্য বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার শিক্ষক দিবসের প্রাক্কালে ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, যাঁরা শিক্ষকতা করেও অযোগ্য বলে প্রমাণিত হয়েছেন, তাঁদের নিয়ে আইনত আলোচনা চলছে। হয়তো তাঁরা আর শিক্ষক হতে পারবেন না। তবে গ্রুপ সি বা সমতুল্য অন্য কোনও চাকরি দেওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, ১০ বছর শিক্ষকতার পরেও যাঁদের আজ অযোগ্য বলা হচ্ছে, তাঁদের নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। আদালতের নির্দেশ মানতেই হবে। তবে তিনি চান না কেউ হতাশ হোক। তাঁর কথায়, সরকারের অবস্থান মানবিক, রাজনীতির ভিত্তিতে নয়, মানুষের স্বার্থে কাজ করাই উদ্দেশ্য।

এ দিন তিনি জানান, এখনও রাজ্যে প্রায় ৫৬ হাজার শিক্ষক শূন্যপদ রয়েছে। এর মধ্যে ৩৫,৭২৬টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আরও প্রায় ২১ হাজার পদ খালি। কিন্তু আইনি জটিলতার কারণে নিয়োগ আটকে রয়েছে। মমতার অভিযোগ, আমাদেরই কিছু মানুষের জন্য আইন বেলাইন হয়েছে। ফলে বহু মানুষের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, আনটেন্টেড শিক্ষকদের জন্য ইতিমধ্যেই বয়সসীমা বাড়ানো হয়েছে, যাতে তাঁরা ফের পরীক্ষা দিয়ে চাকরির সুযোগ পান।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় সাময়িক আশার আলো দেখছেন চাকরি হারানো ‘টেন্টেড’ শিক্ষকরা, যদিও স্থায়ী সমাধান এখনও আদালতের উপরেই নির্ভর করছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *