Home / খবর / রাজ্য / নির্বাচন কমিশনকে আক্রমণ, পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে বার্তা মমতার

নির্বাচন কমিশনকে আক্রমণ, পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে বার্তা মমতার

নির্বাচন কমিশনকে ফের কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভার মঞ্চ থেকে তিনি বলেন, “ইলেকশন কমিশন, আপনাকে প্রণাম জানাই, সেলাম জানাই। দয়া করে বিজেপির ললিপপ হবেন না। তা হলে দেশের মানুষ ক্ষমা করবে না।”

সম্প্রতি ভোটার তালিকায় কারচুপির অভিযোগে রাজ্যের চার আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দেয় কমিশন। মুখ্যসচিব মনোজ পন্থ দিল্লি থেকে ফেরার পর রাজ্য সরকার তাঁদের সাসপেন্ড করলেও, এফআইআর করতে সময় চেয়েছে। এ নিয়েই কমিশন–রাজ্য প্রশাসনের মধ্যে টানাপোড়েন চলছে।

একই সঙ্গে ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ফিরলে তাঁদের গাড়িভাড়া বাবদ ৫ হাজার টাকা দেওয়া হবে। সঙ্গে থাকবে রেশন ও পড়াশোনার সুযোগের আশ্বাস।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নাম না-করে আক্রমণ করেন মমতা। অভিযোগ করেন, বিজেপি বাংলাকে ‘চোর’ বলছে। তাঁর কটাক্ষ, “উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার—সবচেয়ে বড় চোর, আগে ওদের দিকে নজর দিন।”

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *