কোলফিল্ড টাইমস: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে মতুয়া, নমঃশূদ্র ও তপশিলি সম্প্রদায়ের মধ্যে। সেই পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চিঠি দিল অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ।
সম্প্রতি এক কর্মসূচিতে মহুয়া বলেন, “সারা বছর তৃণমূলী, আর ভোটের সময় সনাতনী। এগুলো কী অঙ্ক ভাই? এক-একটা এসসি বুথে আমরা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পেলে, এসসি-র মহিলারা ১২০০ টাকা পান। অথচ প্রতিটি এসসি বুথে-নমঃশূদ্র বুথে-মতুয়া বুথে ১০০টা ভোট গুনলে ৮৫টা বিজেপি, ১৫টা অন্য় পার্টি। বাপরে-বাপরে-বাপ। কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা। কাঠের মালা পরে ভাই সব তো চলে আসেন ভাতা নিতে তখন কী হয়? বাস্তব কথা বলছি আমি শুনতে খারাপ লাগে।” এই বক্তব্যে সম্প্রদায়ের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়েছে।
অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী জানিয়েছেন, “আমরা সংবাদমাধ্যমের মাধ্যমে মহুয়াকে অনুরোধ করেছিলাম মন্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে। কিন্তু তিনি তা করেননি। তাই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। আমাদের বিশ্বাস, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করবেন।”
শান্তনু ঠাকুর এবং মমতাবালা ঠাকুরের অনুগামী মতুয়ারা আগেই মহুয়া মৈত্রকে ক্ষমা চাইতে সময়সীমা বেঁধে দিয়েছিলেন। কিন্তু নির্দিষ্ট সময় পার হওয়ার পরও ক্ষমা না চেয়ে মহুয়া বিতর্ক বাড়িয়ে তুলেছেন বলে অভিযোগ।
তৃণমূলের অন্দরে এই বিতর্ক নতুন অস্বস্তি তৈরি করেছে। ঠাকুরবাড়ি থেকে ইতিমধ্যেই দলমত নির্বিশেষে প্রতিবাদের সুর শোনা যাচ্ছে। এখন মুখ্যমন্ত্রী কী অবস্থান নেন, সেদিকেই তাকিয়ে মতুয়া সম্প্রদায়ের অনেকে।