Home / খবর / রাজ্য / দুর্গাপুজোর আগেই চালু হচ্ছে কলকাতার তিন নতুন মেট্রো লাইন, কতটা সুবিধা মিলবে যাতায়াতে

দুর্গাপুজোর আগেই চালু হচ্ছে কলকাতার তিন নতুন মেট্রো লাইন, কতটা সুবিধা মিলবে যাতায়াতে

screenshot 20250820 134243~2

দুর্গাপুজোর আগে শহরের পরিবহণ ব্যবস্থায় বড়সড় বদল। আগামী শুক্রবার উদ্বোধন হতে চলেছে কলকাতা মেট্রোর তিনটি সম্প্রসারিত লাইন। নোয়াপাড়া থেকে সরাসরি দমদম বিমানবন্দর (জয় হিন্দ) পর্যন্ত, শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এবং রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) থেকে বেলেঘাটা (মেট্রোপলিস) পর্যন্ত চলবে মেট্রো। মোট ১৪ কিলোমিটারের পথ যুক্ত হবে এই তিন প্রকল্পে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ শিয়ালদহ-এসপ্ল্যানেড সংযোগ। মাত্র ২.৬ কিলোমিটার হলেও ইস্ট ওয়েস্ট মেট্রোর এই অংশ চালু হলে শিয়ালদহ থেকে মাত্র ১২ মিনিটে পৌঁছানো যাবে হাওড়া স্টেশনে। বর্তমানে ইস্ট ওয়েস্ট মেট্রোয় প্রতিদিন প্রায় ১ লক্ষ যাত্রী যাতায়াত করেন। নতুন লাইন পুরোদমে চালু হলে সেই সংখ্যা ৭ লক্ষ ছাড়াতে পারে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।

হাওড়া থেকে বিমানবন্দর বা সল্টলেক সেক্টর ফাইভে পৌঁছনোও হবে সহজ। এক টিকিটেই মেট্রো বদল করে গন্তব্যে পৌঁছানো যাবে। নোয়াপাড়া-বিমানবন্দর ৭ কিলোমিটারের রুট চালু হলে যানজট এড়িয়ে সরাসরি মেট্রোয় চেপে পৌঁছনো যাবে বিমানবন্দরে।

রুবি-বেলেঘাটা (৪.৪ কিমি) রুট চালু হলে দক্ষিণ কলকাতার যাত্রীদের জন্যও সুবিধা বাড়বে। এক টিকিটেই সহজে যাতায়াত করা যাবে হাওড়া, শিয়ালদহ কিংবা বিমানবন্দরে।

মেট্রো সূত্রের খবর, পূর্ণাঙ্গ ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হলে ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর এবং অন্য সময়ে ১০-১৫ মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে। ফলে যাতায়াত আরও দ্রুত ও ঝামেলাহীন হবে শহরবাসীর জন্য।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *