কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার জানিয়ে দিল, প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকবে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্র প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া চাকরি-বাতিলের রায় খারিজ করে দেন।
আদালত জানায়, নিয়োগে অনিয়ম ও দুর্নীতি হলেও এতদিন ধরে কাজ করা ৩২ হাজার শিক্ষকের চাকরি একযোগে বাতিল করলে বহু পরিবার বিপদের মুখে পড়বেন। তাই তাঁদের চাকরি থাকবে। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, “এত দিন চাকরি করেছেন ৩২ হাজার শিক্ষক। তাঁদের পরিবারের কথা ভেবেই আদালত চাকরি বাতিল করছে না।”
হাই কোর্টের এই রায়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হল বলে মনে করছে চাকরিপ্রার্থীদের একাংশ।










