ছবি: রাজীব বসু
আন্তর্জাতিক স্বীকৃতিতে আবার সম্মানিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক উন্নয়ন, নারী ক্ষমতায়ন, সংস্কৃতি ও মানবিকতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাঁকে সম্মান জানাল জাপানের এক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। বুধবার দক্ষিণ কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় ডি’লিট (D.Litt) উপাধি।
সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, সাহিত্যিক ও প্রশাসনিক কর্তারা। মঞ্চে মুখ্যমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন জাপানি প্রতিনিধি দলের সদস্যরা।
সম্মান গ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “জাপান এক অনন্য দেশ। ওখানকার মানুষের স্বাস্থ্য সচেতনতা, শৃঙ্খলা, কর্মসংস্কৃতি— সব কিছুই শেখার মতো।”
সূত্রের খবর, কলকাতায় আসা জাপানি প্রতিনিধি দলের সঙ্গে মুখ্যমন্ত্রীর একাধিক বৈঠক হবে। শিক্ষা ও সংস্কৃতিতে পারস্পরিক বিনিময়, যৌথ গবেষণা এবং বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির দিক নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।

ধনধান্য অডিটোরিয়ামের মঞ্চে তাই বুধবারের সেই মুহূর্ত হয়ে রইল বাংলার এক গর্বের অধ্যায়— এক নারীর নেতৃত্বে আন্তর্জাতিক মঞ্চে বাংলার মর্যাদার স্বীকৃতি।










