Home / খবর / রাজ্য / কলকাতায় আন্তর্জাতিক মাদকচক্রের পর্দাফাঁস, গ্রেফতার ১০

কলকাতায় আন্তর্জাতিক মাদকচক্রের পর্দাফাঁস, গ্রেফতার ১০

কলকাতায় আন্তর্জাতিক মাদকচক্রের পর্দাফাঁস করল কেন্দ্রীয় গোয়েন্দারা। শনিবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে মোট ১০ জনকে, যার মধ্যে রয়েছেন তিন মহিলা। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৪ কেজি গাঁজা, ৩৮৫ গ্রাম কোকেন এবং হাইড্রোফোনিক উইড। গোয়েন্দাদের দাবি, এই মাদকগুলি ব্যাঙ্কক থেকে আনা হত এবং শহরের পাশাপাশি আশপাশের এলাকাতেও ছড়িয়ে দেওয়া হত।

অভিযানে বাজেয়াপ্ত হয়েছে মাদক বিক্রির ২২ লক্ষ টাকা। যাদবপুর ও বিজয়গড়ে চক্রের আস্তানা থেকে উদ্ধার হয়েছে মাদক। যাদবপুর থেকে ধরা পড়ে চক্রের মূল পান্ডা তৌসিফ আহমেদ। তাঁর বাড়ি থেকে প্রচুর মাদক ও নগদ টাকা উদ্ধার হয়। তাঁকে জেরা করেই চক্রের আরও ৯ জনের সন্ধান মেলে।

গোয়েন্দাদের সূত্রে খবর, কলকাতার বিভিন্ন প্রান্তে মাদক সরবরাহ নিয়ন্ত্রণ করত তৌসিফ। তাঁর নির্দেশেই চলত গোটা চক্র। মাদক ডেলিভারির জায়গা থেকে কারা কীভাবে কাজ করবে, সব ঠিক করত সে-ই। শহরে মাদকচক্র জাঁকিয়ে বসেছে বলে আগেই খবর পেয়েছিল ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স। এদিনের অভিযানে সেই তথ্য প্রমাণিত হয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *