Home / খবর / শিল্প-বাণিজ্য / সুরুচি সংঘের পুজোয় শিল্পপতি সজ্জন জিন্দল, বাংলায় বড় বিনিয়োগের বার্তা

সুরুচি সংঘের পুজোয় শিল্পপতি সজ্জন জিন্দল, বাংলায় বড় বিনিয়োগের বার্তা

সুরুচি সংঘের পুজো মণ্ডপে সস্ত্রীক শিল্পপতি সজ্জন জিন্দাল, সঙ্গে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। ছবি: রাজীব বসু

বিজয়া দশমীর দিন দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো মণ্ডপ সুরুচি সংঘে হাজির হয়ে শিল্পপতি সজ্জন জিন্দল জানালেন, বাংলায় তাঁর বড়সড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার স্ত্রী সঙ্গীতা জিন্দলকে সঙ্গে নিয়ে পুজো দেখতে আসেন জিন্দল গোষ্ঠীর কর্ণধার। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস মণ্ডপে তাঁকে স্বাগত জানান এবং দেবীমূর্তির কাছে নিয়ে যান। মায়ের পায়ে প্রণাম করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিন্দল জানান তাঁর বিনিয়োগ পরিকল্পনার কথা।

বাংলায় বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “আমার মাথায় অনেক পরিকল্পনা রয়েছে। কিন্তু সবটাই এখন মা দুর্গার আশীর্বাদের উপর নির্ভর করছে— তিনি কতটা বাস্তবায়নের সুযোগ দেন। বাংলায় বড় বিনিয়োগের কথা ভাবছি।”

তিনি আরও বলেন, “বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আমি আমার মতামত জানিয়েছিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সহযোগিতা পেয়েছি। ভবিষ্যতে জিন্দল গোষ্ঠী এ রাজ্যে বড়সড় বিনিয়োগ করবে।”

এ দিনই প্রথম কলকাতার দুর্গাপুজো দেখলেন শিল্পপতি সজ্জন জিন্দল। বাংলার এই উৎসবের প্রতি মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন, “আমি প্রথম বার কলকাতার পুজো দেখতে এলাম। আমার স্ত্রী সঙ্গীতা তো এখানকার মানুষ, তাই তিনি বহু বার এসেছেন। এখানে এসে দেখলাম, মণ্ডপসজ্জা একেবারেই অন্য মাত্রার। মুম্বইতে আমরা গণপতি পুজো দেখি, কিন্তু এখানকার শৈল্পিকতা ও সৃজনশীলতা সত্যিই অসাধারণ। এখানকার শিল্পীরা যে কাজ করেছেন, তা ইউনেস্কোর ঐতিহ্যে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য।”

মণ্ডপে নিজের মোবাইলে ভিডিও ধারণ করার কথাও জানান জিন্দল। তিনি বলেন, “আমি মণ্ডপের ভিডিও রেকর্ড করেছি। এই অভিজ্ঞতা স্মৃতিতে রাখব। সন্ধ্যায় সময় পেলে দেখব, না হলে পরে দেখব। সন্তানদেরও দেখাব— কারণ এখানে শিল্পের মাধ্যমে আমাদের ঐতিহ্য আর ইতিহাস তুলে ধরা হয়েছে।”

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *