Home / খবর / রাজ্য / ‘যোগ্য’ চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান ঘিরে হাই কোর্টের নির্দেশ

‘যোগ্য’ চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান ঘিরে হাই কোর্টের নির্দেশ

এসএসসি ভবন অভিযানে আপত্তি জানিয়েছে আদালত। তবে স্কুল সার্ভিস কমিশনের দপ্তর আচার্য সদনে গিয়ে দাবিপত্র জমা দিতে পারবেন ‘যোগ্য’ চাকরিহারাদের প্রতিনিধি দল। সুমন বিশ্বাসের দায়ের করা মামলায় সোমবার এই নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিকেল ৪টেয় সুমন বিশ্বাস-সহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল দাবিসনদ জমা দিতে পারবেন। তবে আদালত স্পষ্ট জানিয়েছে, মিছিলের অনুমতি দেওয়া হবে না।

এর আগে করুণাময়ী থেকে এসএসসি ভবনের উদ্দেশে মিছিলের আবেদন জানিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হন সুমন। এদিন সকাল থেকেই অভিযানের আবহে টানটান উত্তেজনা তৈরি হয়। সুমনের ভাই সঞ্জয় বিশ্বাস একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে করুণাময়ী মেট্রো স্টেশনে এক পুলিশ আধিকারিকের সঙ্গে সুমনকে ধস্তাধস্তি করতে দেখা যায়। অভিযোগ ওঠে, বিনা মামলায় পুলিশ সুমনকে ধরার চেষ্টা করছে। যদিও পুলিশ জানিয়েছে, অভিযোগ ভিত্তিহীন।

প্রসঙ্গত, এর আগে ১৮ আগস্টও একইভাবে ‘যোগ্য’ চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান ঘিরে সুমন বিশ্বাসকে আটক করেছিল পুলিশ। ভোররাতে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয় বলে দাবি পরিবারের। পরে তাঁকে কয়েক ঘণ্টা আটক রেখে ছেড়ে দেওয়া হয়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *