সাগরে তৈরি ঘূর্ণাবর্ত এখন পূর্ব বিহার ও সংলগ্ন অঞ্চলের উপরে সক্রিয়। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। আবহাওয়া দফতর জানিয়েছে, এর জেরেই আগামী কয়েক দিন উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি।
শুক্রবার ভারী বৃষ্টি (৭–১১ সেমি) হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। শনিবার সেই সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গে শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। শনিবার ও রবিবার সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে। সোমবারও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।