কোলফিল্ড টাইমস: উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত সক্রিয় নিম্নচাপরেখার জেরে বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গেও আগামী দু’দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আকাশ থাকবে মূলত মেঘলা। কলকাতায় দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, নিম্নচাপরেখার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে রবিবার মহালয়ার দিন দুপুরের পর ফের বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়।