কালীপুজো আর সপ্তাহখানেক দূরে। আলোর উৎসবকে ঘিরে জোর প্রস্তুতি চলছে রাজ্য জুড়ে। তবে আলোর সঙ্গে শব্দের দূষণ এড়াতে এবারও কঠোর প্রশাসন। নিষিদ্ধ শব্দবাজি রুখতে এবং পরিবেশবান্ধব গ্রিন বাজি ব্যবহারে উৎসাহ দিতে শুরু হয়েছে ধরপাকড় ও নজরদারি।
কলকাতা পুলিশের নির্দেশ অনুযায়ী, শহরে মোট চারটি বাজি বাজার বসতে চলেছে—শহিদ মিনার সংলগ্ন ময়দান, উত্তর কলকাতার টালা, দক্ষিণের বেহালা এবং ইএম বাইপাস লাগোয়া কালিকাপুরে। আগামী ১৪ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে এই বাজার।
ময়দানের বাজারে থাকবে প্রায় ৫০টি দোকান, টালায় ৪৪টি দোকান। প্রতিটি বাজারেই কড়া নির্দেশ—শব্দবাজি বিক্রি একেবারেই নিষিদ্ধ, বিক্রি করা যাবে শুধু অনুমোদিত গ্রিন বাজি।
গ্রিন বাজি চিনবেন কী ভাবে? প্রতিটি প্যাকেটেই থাকবে কিউআর কোড। সেটি স্ক্যান করলেই জানা যাবে বাজির প্রস্তুতকারক সংস্থা, উপাদান এবং অনুমোদনের তথ্য। প্রশাসনের দাবি, এই উদ্যোগে শব্দ ও বায়ু দূষণ দুটোই কমবে এবং উৎসবের আমেজও থাকবে অক্ষুণ্ণ।