কোলফিল্ড টাইমস: সাত বছর পর ফের প্রশাসনে প্রত্যাবর্তন শোভন চট্টোপাধ্যায়ের। ‘নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ’ (এনকেডিএ)-এর চেয়ারম্যান হিসেবে তাঁকে নিযুক্ত করল রাজ্য সরকার। শুক্রবারই শোভনকে সরকারি ভাবে এই দায়িত্বের কথা জানানো হয়েছে। এত দিন এই পদে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।
কলকাতার প্রাক্তন মেয়র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী হিসেবে নাগরিক প্রশাসনে শোভনের ভূমিকা বরাবরই উল্লেখযোগ্য ছিল। মেয়র থাকাকালীন তাঁর কাজ বিরোধীদের কাছেও প্রশংসিত হয়েছিল। এ বছর পুজোর আগেই কলকাতায় রেকর্ড বৃষ্টিতে জলজট ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনায় বর্তমান মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছিল। সেই সময়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন শোভন— যা নিয়ে শাসকদলে জোর জল্পনা শুরু হয়। অনেকেই মনে করছেন, নিউটাউনের দায়িত্ব শোভনের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে দলীয় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
নতুন দায়িত্ব পেয়ে শোভন বলেন, “মমতাদির আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করাই এখন আমার প্রথম কর্তব্য। নিউটাউন দ্রুত বিকাশমান এলাকা— সেখানে উন্নয়নের পরিকাঠামো সঠিকভাবে পৌঁছে দেওয়াটাই আমার লক্ষ্য।” তিনি আরও বলেন, “ছোটবেলা থেকে পুর প্রশাসনে কাজ করছি। কাউন্সিলর, বিধায়ক, মেয়র, মন্ত্রী— সব দায়িত্বই পেয়েছি মমতাদির আশীর্বাদে। এবারও তিনি যে দায়িত্ব দিয়েছেন, সেটিকে যথাযথভাবে পালন করব।”
বুধবার দার্জিলিঙের রিচমন্ড হিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন শোভন। পরের দিনই কলকাতায় ফিরে আসেন দু’জনেই। শুক্রবার এনকেডিএ চেয়ারম্যান হিসেবে শোভনের নিয়োগপত্রে সই হয়।
২০১৮ সালের শেষ দিকে মেয়র ও মন্ত্রিসভা— দুটি পদই ছেড়ে দিয়েছিলেন শোভন। পরে ২০২১ সালের ভোটের আগে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু কিছুদিন পরই পদ্মশিবির থেকে সরে যান। দীর্ঘ সময় রাজনীতি থেকে দূরে থাকার পর এ বার আনুষ্ঠানিক ভাবে প্রশাসনে ফিরলেন তিনি।










