আবারও অগ্নিকাণ্ডে কাঁপল কলকাতা। শনিবার দুপুরে আনন্দপুরের গুলশান কলোনি এলাকার একটি চামড়ার জুতো তৈরির কারখানায় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ।
সূত্রের খবর, দুপুরে আগুন লাগতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকায় কারখানা থাকায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে। প্রয়োজনে আরও ইঞ্জিন পাঠানো হবে বলে জানানো হয়েছে।
স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, পরে খবর দেওয়া হয় দমকলকে। তবে কী ভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। কোনও হতাহতের খবরও মেলেনি। দমকল জানিয়েছে, আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা তাদের প্রধান লক্ষ্য। এরপরই ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।