কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ আগুন লাগে একটি বহুতল গেস্ট হাউসে। বহুতলের ছাদ থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। দুপুর প্রায় ১টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কয়েকটি ইঞ্জিন। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হননি।
বহুতলে বেশ কয়েকটি অফিস এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। আগুন লাগার পর আতঙ্কে অনেকে দ্রুত বেরিয়ে আসেন। যাঁরা ভিতরে আটকে ছিলেন, তাঁদেরও নিরাপদে বের করে আনতে সক্ষম হয় দমকল। তবে আগুনে ছাদের অস্থায়ী ছাউনি এবং সেখানে রাখা জিনিসপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
গেস্ট হাউসের রাঁধুনি ঊষা দাস জানান, “আমি তখন নীচে কাজ করছিলাম। হঠাৎ জানলা দিয়ে ধোঁয়া উঠতে দেখি। তারপরই জানতে পারি আগুন লেগেছে।” তবে কর্মীদের একাংশের দাবি, যে অংশে আগুন লেগেছিল, তা ব্যবহার করা হত না। ফলে আগুনের সঠিক কারণ এখনও পরিষ্কার নয়।
ঘটনায় আশপাশের বাড়িগুলিতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন নীচের তলায় ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসায় বড় বিপদ এড়ানো গেছে। আগুন লাগার উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে দমকল।