কোলফিল্ড টাইমস: এসআইআর-এর জন্য ফর্ম বিতরণে অনিয়মের অভিযোগে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। শনিবার কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যেসব বুথ লেভেল অফিসার (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে ফর্ম না দিয়ে এলোমেলোভাবে যেখান-সেখান থেকে বিতরণ করছেন, তাঁদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করতে হবে। পাশাপাশি, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদেরও এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে অভিযোগ উঠছিল যে, বহু জায়গায় বিএলওরা নির্দিষ্ট নিয়ম ভেঙে পার্টি অফিস বা রাজনৈতিক নেতাদের বাড়ি থেকে ফর্ম বিতরণ করছেন। এমনকি কোথাও তৃণমূল কর্মীরাই ভোটার ফর্ম নিয়ে যাচ্ছেন বাড়ি বাড়ি, আবার কোথাও রাস্তার পাশে বেঞ্চ পেতে চলছে ফর্ম বিলি। মালদহ, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলা থেকে এই ধরনের অনিয়মের অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনের কাছে।
এই ঘটনায় সবচেয়ে সরব হয় বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি একাধিকবার নির্বাচন কমিশনে গিয়ে এসব বিষয়ে অভিযোগ জানান। কমিশনের কাছে তিনি দাবি করেন, এসআইআর প্রক্রিয়াকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে।
অবশেষে, অভিযোগের পর শনিবার কড়া পদক্ষেপ নেয় কমিশন। কমিশনের নির্দেশে বলা হয়েছে, যেসব বিএলও নিয়ম না মেনে ফর্ম বিতরণ করছেন, তাঁদের শোকজ করে প্রয়োজনে ডিসিপ্লিনারি প্রক্রিয়া শুরু করতে হবে।
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী আগেই সতর্ক করে বলেছিলেন, “যাঁরা নিরপেক্ষভাবে কাজ করবেন না, তাঁদের পরিণতি বিহারের বাহান্ন জন বিএলও-র মতো হবে। এখনই ঠিক হয়ে যান।” তাঁর এই বক্তব্যের পরই জেলাজুড়ে একের পর এক অভিযোগ ওঠে, আর সেই ধারাবাহিকতায় শনিবার কমিশনের এই কড়া পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।










