Home / খবর / রাজ্য / এনুমারেশন ফর্মের ভুল তথ্য সংশোধনের সুযোগ, নতুন বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের

এনুমারেশন ফর্মের ভুল তথ্য সংশোধনের সুযোগ, নতুন বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের

এনুমারেশন ফর্মের ভুল তথ্য সংশোধনের সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন। সোমবারই এই বিষয়ে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। কমিশন জানাচ্ছে, চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় যে অতিরিক্ত সময় পাওয়া গিয়েছে, তার মধ্যেই বিএলও (বুথ স্তরের আধিকারিক) এবং ইআরও (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার)-রা ভুল এন্ট্রি সংশোধন করতে পারবেন।

সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠেছিল—ভোটারদের তথ্য ডিজিটাইজ় করতে গিয়ে বহু বিএলও এবং ইআরও ভুল এন্ট্রি করছেন। এমনকি বিএলএ-দের চাপের কারণে ভুল তথ্য দিতে বাধ্য হওয়ার অভিযোগও এসেছে। সেই পরিস্থিতিতে কমিশনের এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ। কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে এসআইআর-এর কাজ ইতিমধ্যেই অনেকটা অগ্রসর হওয়ায় সংশোধনের জন্য বাড়তি সময় ব্যবহার করা যাবে।

কমিশনের এক আধিকারিক জানান, নিয়ম অনুযায়ী শুনানির সময়ে সব তথ্য যাচাই করা হয়। তবে এ বার নির্দেশ দেওয়া হয়েছে—যেখানে ভুল এন্ট্রি হয়েছে, শুনানির আগেই তা সংশোধন করতে হবে। ডিজিটাইজ়েশনের সময় ভোটারের ছবি বা তথ্য আপলোড করতে ভুল হলে সেটিও এখন ঠিক করা যাবে। আগেই বি‌এলও অ্যাপে ‘এডিট’ অপশন যোগ করার কথা ঘোষণা করেছিল কমিশন। এর আগে একবার ছবি বা তথ্য আপলোড হয়ে গেলে তা আর বদলানোর সুযোগ থাকত না।

এর পাশাপাশি রবিবার কমিশন আরও একটি বিজ্ঞপ্তি জারি করে এসআইআর প্রক্রিয়ার প্রতিটি ধাপ সাত দিন করে পিছিয়ে দিয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, এনুমারেশন ফর্ম আপলোড করার শেষ তারিখ ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে। ১২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকা তৈরির কাজ এবং ১৬ ডিসেম্বর প্রকাশ করা হবে সেই খসড়া তালিকা। আপত্তি জানানোর শেষ দিন ১৫ জানুয়ারি। আপত্তি খতিয়ে দেখা ও সংশোধনের কাজ ইআরও-রা করবেন ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ১০ ফেব্রুয়ারি চূড়ান্ত অনুমোদনের পর ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *