নিউ গড়িয়ার অভিজাত আবাসনে বৃদ্ধা খুনের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। রায়দিঘি থেকে গ্রেফতার করা হয়েছে আয়া আশালতা সর্দার ও তার সঙ্গীকে। পুলিশ সূত্রে খবর, গয়নাগাটি লুটের পরই খুন করা হয় ৭৯ বছরের বৃদ্ধা বিজয়া দাসকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে লুট হওয়া গয়নাগাটি।
শুক্রবার সকালে পরিচারিকা মধুমিতা কাজ করতে এসে দেখেন, সিঁড়ির কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বৃদ্ধা। তাঁর হাত-পা বাঁধা, মাথা ও মুখে আঘাতের চিহ্ন।
ময়নাতদন্তে জানা যায়, শ্বাসরোধ ও মাথায় আঘাত করে খুন করা হয় তাঁকে। তবে বৃদ্ধ স্বামী প্রশান্ত দাসকে বাঁচিয়ে রেখে খাটের তলায় আটকে দেয় খুনিরা।
তদন্তে উঠে আসে, সম্প্রতি দম্পতির চিকিৎসার খরচ বাবদ বাড়িতে টাকার জোগান ছিল। তা জেনেই পরিকল্পিতভাবে খুন ও লুটপাট চালায় আয়া। ঘটনার পর বাড়ির সিসিটিভি ও মেন সুইচ বন্ধ করে পালিয়ে যায় সে। শেষমেশ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় তল্লাশির পর ধরা পড়ে দুই অভিযুক্ত।