এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় ইডি। সোমবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল হানা দেয় মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে। একইসঙ্গে বীরভূমের সাঁইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও তল্লাশি চালায় ইডি। মায়া সাহা হলেন জীবনকৃষ্ণের পিসি।
উল্লেখযোগ্য, আবার মোবাইল ছুড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ। সিবিআইয়ের পর এ বার ইডিকে দেখে পালানোর চেষ্টা করেন তিনি। অভিযোগ, পালানোর সময় বাড়ির পিছনের ঝোপে একটি মোবাইল ফেলে দিয়েছেন তিনি। পরে তা উদ্ধার করা হয়েছে।
এর আগে ২০২৩ সালের ১৭ এপ্রিল এই মামলায় জীবনকৃষ্ণকে গ্রেপ্তার করেছিল সিবিআই। অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে তিনি মধ্যস্থতাকারী প্রসন্ন রায়কে সহযোগিতা করতেন। যদিও পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হন। নতুন করে তাঁর বাড়িতে ইডি-র তল্লাশি রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে।
সোমবার সকালে মায়া সাহার বাড়িতেও পৌঁছয় তদন্তকারীরা। স্থানীয়দের দাবি, তল্লাশির সময় বাড়ির বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। যদিও ইডির তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।