দুর্গাপুজোয় যাত্রীদের ভিড় সামলাতে এবং রাতভর প্যান্ডেল হপিংয়ের সুবিধার্থে শিয়ালদহ ডিভিশনে চালু হচ্ছে ৩১টি নাইট স্পেশাল লোকাল ট্রেন। সপ্তমী থেকে নবমী পর্যন্ত (২৭ সেপ্টেম্বর রাত থেকে ১ অক্টোবর রাত পর্যন্ত) চলবে এই বিশেষ পরিষেবা।
শিয়ালদহ মেন ও নর্থ সেকশনে ১৯টি অতিরিক্ত ট্রেন
- শিয়ালদহ-রানাঘাট-নৈহাটি-শিয়ালদহ রুটে ৬টি ট্রেন: রাত ৯টা ৪০ থেকে রাত ৩টে ১০ পর্যন্ত।
- শিয়ালদহ-কল্যাণী রুটে ৪টি ট্রেন: রাত ৯টা ১০ থেকে রাত ২টো ৫৫ পর্যন্ত।
- বনগাঁ-বারাসত-শিয়ালদহ রুটে ৪টি ট্রেন: রাত ১০টা ২০ থেকে ভোর সাড়ে ৪টে পর্যন্ত।
- রানাঘাট-নৈহাটি-কৃষ্ণনগর রুটে ৫টি ট্রেন: রাত ১১টা ৪৫ থেকে ভোর ৪টে ৫৫ পর্যন্ত।
শিয়ালদহ সাউথ সেকশনে ১২টি অতিরিক্ত ট্রেন
- শিয়ালদহ-বারুইপুর রুটে ৬টি ট্রেন: রাত ১১টা ৪০ থেকে ভোর সাড়ে ৪টে পর্যন্ত।
- শিয়ালদহ-বজবজ রুটে ৬টি ট্রেন: রাত সাড়ে ১১টা থেকে ভোর ৩টে ৪০ পর্যন্ত।










