Home / খবর / রাজ্য / পুজোয় শিয়ালদহ থেকে নাইট স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল, জানুন কোন রুটে কতগুলি

পুজোয় শিয়ালদহ থেকে নাইট স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল, জানুন কোন রুটে কতগুলি

দুর্গাপুজোয় যাত্রীদের ভিড় সামলাতে এবং রাতভর প্যান্ডেল হপিংয়ের সুবিধার্থে শিয়ালদহ ডিভিশনে চালু হচ্ছে ৩১টি নাইট স্পেশাল লোকাল ট্রেন। সপ্তমী থেকে নবমী পর্যন্ত (২৭ সেপ্টেম্বর রাত থেকে ১ অক্টোবর রাত পর্যন্ত) চলবে এই বিশেষ পরিষেবা।

শিয়ালদহ মেন ও নর্থ সেকশনে ১৯টি অতিরিক্ত ট্রেন

  • শিয়ালদহ-রানাঘাট-নৈহাটি-শিয়ালদহ রুটে ৬টি ট্রেন: রাত ৯টা ৪০ থেকে রাত ৩টে ১০ পর্যন্ত।
  • শিয়ালদহ-কল্যাণী রুটে ৪টি ট্রেন: রাত ৯টা ১০ থেকে রাত ২টো ৫৫ পর্যন্ত।
  • বনগাঁ-বারাসত-শিয়ালদহ রুটে ৪টি ট্রেন: রাত ১০টা ২০ থেকে ভোর সাড়ে ৪টে পর্যন্ত।
  • রানাঘাট-নৈহাটি-কৃষ্ণনগর রুটে ৫টি ট্রেন: রাত ১১টা ৪৫ থেকে ভোর ৪টে ৫৫ পর্যন্ত।

শিয়ালদহ সাউথ সেকশনে ১২টি অতিরিক্ত ট্রেন

  • শিয়ালদহ-বারুইপুর রুটে ৬টি ট্রেন: রাত ১১টা ৪০ থেকে ভোর সাড়ে ৪টে পর্যন্ত।
  • শিয়ালদহ-বজবজ রুটে ৬টি ট্রেন: রাত সাড়ে ১১টা থেকে ভোর ৩টে ৪০ পর্যন্ত।
alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *