বৃষ্টি আর মেঘলা আকাশকে উপেক্ষা করেই দুপুর থেকে রাস্তায় মানুষের ঢল। হাতে ছাতা, মুখে পুজোর আনন্দ— ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন সকলে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়, রাতে জনজোয়ার নেমেছে কলকাতা ও শহরতলীর মণ্ডপে মণ্ডপে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম— কোথাও ফাঁকা নেই, সর্বত্র উৎসবের উচ্ছ্বাস। কোথাও থিমপুজো ঘিরে উন্মাদনা, কোথাও ঐতিহ্যের গন্ধে মাখা প্রতিমা দর্শন। জনসমাগম সামলাতে নেমেছে অতিরিক্ত পুলিশবাহিনী, মণ্ডপে মণ্ডপে চলছে কড়া নজরদারি। রাজীব বসুর ক্যামেরায় ধরা পড়া কলকাতার কিছু পুজো-চিত্র।
আহিরীটোলা

অর্জুনপুর আমরা সবাই

বাবুবাগান

বাগবাজার সর্বজনীন

ঢাকুরিয়া শহিদনগর সর্বজনীন

ঢাকুরিয়া বান্ধব সম্মিলনী

মুদিয়ালি ক্লাব

সেলিমপুর পল্লি

রামতনু বোস লেন

দমদম পার্ক সর্বজনীন

চেতলা অগ্রণী

সন্তোষ মিত্র স্কোয়ার
