Home / খবর / রাজ্য / মহালয়া থেকে শুরু পণ্যবাহী গাড়ির নিয়ন্ত্রণ, বিজ্ঞপ্তি জারি কলকাতা পুলিশের

মহালয়া থেকে শুরু পণ্যবাহী গাড়ির নিয়ন্ত্রণ, বিজ্ঞপ্তি জারি কলকাতা পুলিশের

উৎসবের মরশুম ঘনিয়ে আসতেই মহালয়ার দিন থেকেই কলকাতায় পণ্যবাহী গাড়ির চলাচলে কড়াকড়ি শুরু হচ্ছে। কলকাতা পুলিশ ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে।

আগামী ২১ সেপ্টেম্বর মহালয়ার দিন ভোর ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত শহরে কোনও পণ্যবাহী গাড়ি ঢুকতে পারবে না। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলি এই নিয়মের বাইরে থাকবে। সাধারণত রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে পণ্যবাহী যান শহরে প্রবেশের অনুমতি পায়।

এর পরে দুর্গাপুজোর তৃতীয়া (২৫ সেপ্টেম্বর) থেকে নবমী পর্যন্ত প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত পণ্যবাহী গাড়ির প্রবেশে নিয়ন্ত্রণ জারি থাকবে।

  • চতুর্থী: সকাল ৬টা থেকে রাত ২টো
  • পঞ্চমী: সকাল ৮টা থেকে রাত ২টো
  • ষষ্ঠী: সকাল ৮টা থেকে রাত ৩টে
  • সপ্তমী: সকাল ৮টা থেকে পরদিন ভোর ৪টে
  • অষ্টমী: সকাল ৭টা থেকে পরদিন ভোর ৪টে
  • নবমী: সকাল ৮টা থেকে পরদিন ভোর ৪টে

দশমী (২ অক্টোবর) থেকে চতুর্দশী (৫ অক্টোবর) পর্যন্ত প্রতিমা নিরঞ্জনের জন্যও একই কড়াকড়ি থাকবে। প্রতিদিন সকাল ৮টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত শহরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। একইভাবে লক্ষ্মীপুজোর নিরঞ্জনের দিন ৭-৮ অক্টোবরও একই নিয়ম কার্যকর হবে।

তবে গ্যাস সিলিন্ডার, সিএনজি, তেল, অক্সিজেন, দুধ, ওষুধ, মাছ-মাংস-সবজি-ফলবাহী গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এ ছাড়া ১৬০০ কেজির কম ওজনের হালকা পণ্যবাহী গাড়ি এবং বন্দরমুখী গাড়িগুলির জন্য দুপুরে নির্দিষ্ট সময় ছাড় দেওয়া হবে।

প্রতি বছরের মতো এবারও পুজোর দিনগুলিতে ভিড় সামলাতে কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিষিদ্ধ বা একমুখী করে দেওয়া হবে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *