Home / খবর / রাজ্য / গৌরীবেড়িয়া সর্বজনীনে এ বারের থিম ‘মাটি ও জীবন’, ইট কেটে প্রতিমা

গৌরীবেড়িয়া সর্বজনীনে এ বারের থিম ‘মাটি ও জীবন’, ইট কেটে প্রতিমা

কোলফিল্ড টাইমস: উত্তর কলকাতার বহুপরিচিত গৌরীবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব এ বার ৯২তম বর্ষে। এ বার তাদের মণ্ডপ ও প্রতিমার থিম ‘মাটি ও জীবন’।

শিল্পী নিখিল মিস্ত্রীর সৃজনে ফুটে উঠছে মানুষের জীবনযাত্রায় মাটির অপরিসীম গুরুত্ব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সঙ্গে নিবিড় ভাবে জড়িয়ে রয়েছে মাটির অবদান, সেই বার্তাই প্রকাশ পাচ্ছে এই থিমে।

থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমা গড়া হয়েছে ইট কেটে। আর পুরো মণ্ডপ জুড়ে মাটির ছোঁয়া, যা এই পুজোর শৈল্পিক সৌন্দর্যে এনে দিচ্ছে এক অনন্য মাত্রা।

ছবি ও প্রতিবেদন: রাজীব বসু

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *