কোলফিল্ড টাইমস: নাগরাকাটা কাণ্ডে এবার সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়েরের অনুমতি মিলল। বিজেপির তরফে এই মামলার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ওমনারায়ণ রাই-এর বেঞ্চ বিজেপিকে মামলা দায়েরের অনুমতি দেয়। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাই কোর্টে বিজেপির আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় আবেদন করে জানান, “সাংসদ খগেন মুর্মুর উপর হামলার তদন্ত যেন কেন্দ্রীয় সংস্থা সিবিআই বা এনআইএ-এর হাতে দেওয়া হয়।” পাশাপাশি, ঘটনার দিনের সমস্ত ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়ার আবেদনও জানানো হয়েছে।
এর আগেই এই ঘটনায় আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস জনস্বার্থ মামলা দায়েরের আবেদন করেছিলেন। বিচারপতি কৌশিক চন্দ ও ঋতব্রতকুমার মিত্র-র ডিভিশন বেঞ্চ সেই আবেদন গ্রহণ করেছে। ফলে একদিকে জনস্বার্থ মামলা, অন্যদিকে সিবিআই তদন্তের দাবিতে পৃথক মামলা—দুই দিকেই আইনি লড়াই শুরু বিজেপির।
ঘটনাটি ঘটেছিল সোমবার জলপাইগুড়ির নাগরাকাটায়, যেখানে বন্যা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। স্থানীয় কিছু মানুষের বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। অভিযোগ, লাঠি ও জুতো হাতে আক্রমণ, এমনকি নদী থেকে পাথর তুলে গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়। এতে সাংসদ খগেন মুর্মু গুরুতর আহত হন, চোখের নীচে হাড়ে চিড় ধরা পড়ে।
ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়ে খগেন মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “এই ধরনের বিক্ষোভ অগ্রহণযোগ্য। সরকার পক্ষ থেকেও আমরা তদন্ত করছি।”
অন্যদিকে, বিজেপির অভিযোগ, “এটি পরিকল্পিত হামলা। শাসক দলের মদতেই এই আক্রমণ।”
পুলিশ ইতিমধ্যেই আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দুজনকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।