কোচবিহার ও কলকাতার মধ্যে বিমান পরিষেবা আগামী বছর থেকে বন্ধ হতে চলেছে। সোমবার এই খবর ছড়িয়ে পড়তেই কোচবিহারজুড়ে ক্ষোভ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। জানা গিয়েছে, কোচবিহার বিমানবন্দর থেকে ৯ আসনের বিমান চালানোর দায়িত্বে থাকা সংস্থা ‘ইন্ডিয়া ওয়ান এয়ার’-এর তিন বছরের চুক্তি শেষ হয়ে যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। সংস্থাটি নতুন করে চুক্তি নবীকরণে আগ্রহী নয়।
কোচবিহার বিমানবন্দরের ডিরেক্টর শুভাশিস পাল জানান, সংস্থাটি চিঠি দিয়ে জানিয়েছে ৩১ জানুয়ারি পর্যন্ত পরিষেবা চালু থাকবে। এরপর তারা আর এখান থেকে বিমান চালাবে না। পরিচালন সংক্রান্ত কিছু কারণ দেখিয়ে পরিষেবা তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা সংস্থা জানিয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, কেন্দ্রের ‘উড়ান’ প্রকল্পের অধীনে ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি কোচবিহার–কলকাতা বিমান পরিষেবা শুরু হয়েছিল। তিন বছরের চুক্তিতে পরিষেবা চালুর পর নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার আগেই অর্থাৎ ৩১ জানুয়ারি থেকেই তা বন্ধ করছে ‘ইন্ডিয়া ওয়ান এয়ার’।
জানা গিয়েছে, শুধু পরিষেবা বন্ধই নয়, কোচবিহার বিমানবন্দরে তাদের সমস্ত সরঞ্জাম, ব্যবস্থাপনা এবং আটজন কর্মীকেও তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
এই সিদ্ধান্তের পিছনে শুধুই পরিচালন সমস্যা, না কি অন্য কোনও কারণ রয়েছে—তা নিয়ে সংশ্লিষ্ট মহলে ধোঁয়াশা তৈরি হয়েছে।










