Home / খবর / রাজ্য / রাজ্যে এসআইআর আর বেশি দেরি নেই! ফর্ম ছাপানোর প্রস্তুতি নিতে জেলাশাসকদের নির্দেশ কমিশনের

রাজ্যে এসআইআর আর বেশি দেরি নেই! ফর্ম ছাপানোর প্রস্তুতি নিতে জেলাশাসকদের নির্দেশ কমিশনের

রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) প্রক্রিয়ার জন্য আবেদনপত্র (এনুমারেশন ফর্ম) দ্রুত ছাপানোর নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। জেলা নির্বাচনী আধিকারিকদের (জেলাশাসক) এই প্রস্তুতি নিতে বলা হয়েছে। সূত্রের খবর, রাজ্যে প্রায় ১৫ কোটি আবেদনপত্র ছাপানো হবে।

বর্তমানে রাজ্যে ভোটারের সংখ্যা প্রায় ৭.৬৫ কোটি। প্রতিটি ভোটারের জন্য দুটি করে ফর্ম ছাপানো হবে—একটি ভোটারের কাছে থাকবে, অন্যটি বুথ লেভেল আধিকারিক (বিএলও) সংগ্রহ করবেন। দিল্লির নির্বাচন কমিশন থেকে প্রতিটি ভোটারের তথ্য-সহ ফর্ম অনলাইনে পাঠানো হবে, রাজ্যে পৌঁছালেই শুরু হবে মুদ্রণ।

এক জায়গা থেকে এত বিপুল সংখ্যক ফর্ম ছাপানো সম্ভব নয়। তাই কোন কোন জেলায় ফর্ম ছাপানো যাবে, তার তথ্য জেলা প্রশাসনের কাছে চেয়েছে সিইও-র দফতর। যে জেলায় মুদ্রণের ব্যবস্থা নেই, সেখানে কলকাতা থেকে ফর্ম ছাপিয়ে পাঠানো হবে।

সিইও জানিয়েছেন, ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হবে। এরপর রাজ্যের প্রায় দুই কোটির বেশি পরিবারের সদস্যদের নাম ও তথ্য যাচাই করা হবে। এই কাজ সম্পূর্ণ হলে এসআইআরের ৭০ শতাংশ কাজ শেষ হয়ে যাবে। ফর্মের কাঠামো প্রায় বিহারের মতোই থাকবে, তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিছু পরিবর্তন হতে পারে।

মঙ্গলবার প্রায় চার হাজার আধিকারিককে প্রশিক্ষণ দেন সিইও মনোজ আগরওয়াল। সেখানে ইআরও, এইআরও, এডিএম ও কয়েকজন জেলাশাসক উপস্থিত ছিলেন। পুজোর আগে রাজ্যের প্রায় ৭৫ হাজার বুথ লেভেল অফিসারকেও প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ২১-২২ সেপ্টেম্বরের মধ্যেই এই প্রশিক্ষণ সম্পূর্ণ করার লক্ষ্য স্থির করেছে কমিশন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *