কোলফিল্ড টাইমস: রবিবার অনুষ্ঠিত হতে চলেছে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। প্রায় ৩ লক্ষ ১৯ হাজার পরীক্ষার্থী বসবেন এই পরীক্ষায়। পরীক্ষাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে ইতিমধ্যেই কড়া প্রস্তুতি নিয়েছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। শনিবার পরীক্ষার্থীদের জন্য একাধিক নিয়ম ঘোষণা করলেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।
চেয়ারম্যান জানান, মোট ৬৩৬টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। সকাল ১০টা থেকে ১০টা ৩০-এর মধ্যে প্রশ্নপত্র পৌঁছে যাবে পরীক্ষাকেন্দ্রে। সকাল ১১টা ৪৫ মিনিটে পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পাবেন এবং নাম লেখা ছাড়া আর কিছু লিখতে পারবেন না। দুপুর ১২টায় শুরু হবে পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের শেষ সময় সকাল ১১টা ৪৫ এবং পরীক্ষার ঘরে ঢোকার শেষ সময় দুপুর ১২টা।
পরীক্ষার্থীদের জন্য থাকছে একাধিক নিষেধাজ্ঞা। পরীক্ষার হলে মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি বা ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না। জলের বোতল আনতে হলে তা স্বচ্ছ হতে হবে। কলমও হতে হবে স্বচ্ছ। তবে এসএসসি নিজস্ব ব্যবস্থাতেই পরীক্ষার্থীদের কলম সরবরাহ করবে। অ্যাডমিট কার্ড-সহ প্রয়োজনীয় নথি আনতে হলে সেগুলিও স্বচ্ছ ফোল্ডারে রাখতে হবে। পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশি হবে প্রতিটি পরীক্ষার্থীর।
নিরাপত্তা নিয়ে কড়া অবস্থানে এসএসসি। প্রতিটি প্রশ্নপত্রে আলাদা সিকিউরিটি ফিচার থাকবে। অ্যাডমিট কার্ড স্ক্যান করার ব্যবস্থাও থাকছে। বেআইনি কাজের চেষ্টা করলে আধঘণ্টার মধ্যে ধরা পড়বেন অভিযুক্ত, সতর্ক করেছেন চেয়ারম্যান। তাঁর কথায়, “আমাদের কাছে প্রতিটি পরীক্ষাকেন্দ্রই স্পর্শকাতর। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার্থীরা বাইরে বেরোতে পারবেন না।”
উল্লেখযোগ্যভাবে, ২০১৬ সালে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের প্রায় সকলেই ফের আবেদন করেছেন। গতবারের তুলনায় এ বার অন্তত আড়াই লক্ষ বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।