Home / খবর / রাজ্য / আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গে বন্যা ও ধস পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার ফের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমদম বিমানবন্দর থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা হবেন তিনি। বাগডোগরা বিমানবন্দরে নামার পর সোজা চলে যাবেন উত্তরবঙ্গের সচিবালয় ‘উত্তরকন্যা’-য়। সেখানেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ক্ষয়ক্ষতির পর্যালোচনায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার — এই পাঁচ জেলার প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে আলিপুরদুয়ার ও কোচবিহারের প্রতিনিধিদের ভার্চুয়াল মাধ্যমে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। ফলে রবিবার ছুটির দিনেও উত্তরবঙ্গ প্রশাসনে প্রস্তুতির তৎপরতা তুঙ্গে।

মুখ্যমন্ত্রী শুধুমাত্র বন্যা পরিস্থিতিই নয়, ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসন ও পরিষেবা সংক্রান্ত বিষয়েও পর্যালোচনা করবেন। জেলার জেলাশাসক ও শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে পুনর্গঠন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন তিনি।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য জুড়ে প্রায় ১২ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, উত্তরবঙ্গের শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় একটি নতুন শিল্প প্লান্টের উদ্বোধনও এই সফরেই করতে পারেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের শীর্ষ প্রশাসনের মতে, মুখ্যমন্ত্রীর এই সফর উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেবে এবং পুনর্বাসন প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *