Home / খবর / রাজ্য / এসআইআর প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা, নজরদারির দাবি আবেদনকারীর

এসআইআর প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা, নজরদারির দাবি আবেদনকারীর

কোলফিল্ড টাইমস: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া এবার পৌঁছল আদালতের দোরগোড়ায়। এসআইআর প্রক্রিয়া হাইকোর্টের নজরদারিতে করার দাবি জানিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি শুনে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণের অনুমতি দিয়েছে।

আবেদনকারী আদালতের কাছে একাধিক দাবি জানিয়েছেন। তাঁর মূল দাবি, এসআইআর প্রক্রিয়া যেন আদালতের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। পাশাপাশি বিশেষ নিবিড় সমীক্ষার সময়সীমা বাড়ানোরও আবেদন করা হয়েছে। কেন এই সমীক্ষা চালানো হচ্ছে, তার প্রয়োজনীয়তা কী— জাতীয় নির্বাচন কমিশন যেন আদালতের কাছে বিস্তারিতভাবে জানায়, তাও আবেদনকারীর দাবি। একই সঙ্গে ২০০২ সালের ভোটার তালিকা সম্পূর্ণভাবে প্রকাশের নির্দেশ দিতে আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সমীক্ষা শুরু করার ঘোষণা করে। আগামী ৪ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর, এবং দাবি-আপত্তির প্রক্রিয়া শেষে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

এর মধ্যেই এসআইআরকে ঘিরে রাজ্যে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের দাবি, এই প্রক্রিয়ায় এনআরসি আতঙ্ক ছড়ানো হচ্ছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, এত অল্প সময়ে কীভাবে এমন একটি বৃহৎ সমীক্ষা সম্ভব। তৃণমূল জানিয়েছে, বৈধ ভোটারের নাম বাদ গেলে তারা পথে নামবে। অন্যদিকে, বিজেপি পাল্টা অভিযোগে তৃণমূলকে আক্রমণ করেছে।

কমিশন অবশ্য স্পষ্ট করেছে, এসআইআর প্রক্রিয়া নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না বলে আশ্বাস দিয়েছে তারা। এই পরিস্থিতিতেই এসআইআর নিয়ে মামলা দায়ের হল হাইকোর্টে। এখন সকলের নজর আদালতের রায়ের দিকে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *