মাত্র দু’দিনের মধ্যেই সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া ‘পদ্মশ্রী’ পদক উদ্ধার করল রাজ্য পুলিশ। সূত্রের খবর, এক দুষ্কৃতীকে আটক করে জেরা চালাতেই মিলেছে চুরির হদিশ। অভিযুক্ত নিজের দোষ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পদক ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন বুলা চৌধুরী, কৃতজ্ঞতা জানিয়েছেন তদন্তকারী আধিকারিকদের প্রতি। রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে গোটা অভিযান সম্পর্কে বিস্তারিত জানাবে হুগলি জেলা পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে হিন্দমোটরের দেবাইপুকুর রোডে বুলা চৌধুরীর আদি বাড়িতে চুরি হয়। সপরিবারে তিনি থাকেন কসবার ফ্ল্যাটে, হিন্দমোটরের বাড়িটি দেখাশোনা করেন ভাই মিলন চৌধুরী। শুক্রবার সকালে তিনি গিয়ে দেখেন বাড়ির পিছনের গেট ভাঙা, ঘর লণ্ডভণ্ড। উধাও হয়েছে বুলার মেডেল, স্মারক, বাথরুমের কল থেকে ঠাকুরঘরের সামগ্রী পর্যন্ত। সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের হয় উত্তরপাড়া থানায়।
এরপর সিআইডির হাতে যায় তদন্তভার। পুলিশের জেরায় আটক এক দুষ্কৃতী নিজের দোষ কবুল করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে উদ্ধার হয় চুরি যাওয়া পদক-সহ প্রায় সমস্ত সামগ্রী।
চুরি যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে পদক উদ্ধারের এই সাফল্যকে বড় অর্জন বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরি হওয়ার এত বছর পরও সিবিআই সেটি উদ্ধার করতে পারেনি। সেখানে দাঁড়িয়ে রাজ্য পুলিশের দ্রুত পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়।