এনুমারেশন ফর্ম সংগ্রহের সময় বিএলওদের স্ট্যাম্প ব্যবহার বাধ্যতামূলক নয় বলে স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। একের পর এক অভিযোগ ওঠার পর কমিশন জানায়, দু’টি ফর্মের মধ্যে অন্তত একটি ফর্মে বিএলওর সই থাকলেই তা বৈধ বলে গণ্য হবে।
উত্তর ২৪ পরগনা ও ব্যারাকপুরের কয়েকটি এলাকায় সম্প্রতি অভিযোগ উঠেছিল, এনুমারেশন ফর্ম নেওয়ার সময় বিএলওরা স্ট্যাম্প ব্যবহার করছেন না, শুধু সই করে ফর্ম নিচ্ছেন। এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে স্ট্যাম্প না থাকলে খসড়া ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সমস্যা হতে পারে। উদ্বেগে পড়েন বহু মানুষ। এরপরই কমিশন পরিষ্কার জানায়, স্ট্যাম্প নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। স্ট্যাম্প ব্যবহারের কোনও বাধ্যবাধকতা নেই।
ইতিমধ্যে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধনী বা এসআইআর-এর কাজ জোরকদমে চলছে। আগামী ৪ ডিসেম্বর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। হাতে আর খুব বেশি সময় নেই। শনিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যের ৭ কোটি ৬৪ লক্ষ মানুষের কাছে ফর্ম বিলি করা হয়েছে। রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭.৬৬ কোটি। অর্থাৎ মাত্র ২ লক্ষ ফর্ম বিলি করা বাকি।
কমিশন সূত্রের খবর, এ পর্যন্ত জমা পড়া ফর্মের মধ্যে ৪১.২ শতাংশের ডিজিটাইজ়েশন সম্পূর্ণ হয়েছে। এখনও পর্যন্ত ডিজিটাইজ় হওয়া ফর্মের সংখ্যা তিন কোটি ১৫ লক্ষের কাছাকাছি।










